করোনাকালেও সংসদীয় কমিটির বৈঠক আহ্বান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: করোনাকালেও সংসদীয় কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। তাও আবার সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে। আর প্রায় দেড় মাস পর শুরু হচ্ছে সংসদীয় কমিটির বৈঠক। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো সময় এতদিন টানা বন্ধ থাকেনি সংসদীয় কমিটির বৈঠক।
রোববার (১৭ মে) বেলা ৩টায় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। এটি কমিটির ১২তম বৈঠক। এর আগে সর্বশেষ হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক। ২৪ মার্চ এটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোনো সংসদীয় কমিটির বৈঠক হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকের আলোচ্যসূচি হলো : (ক) ১১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ; (খ) ১১তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি; (গ) কারোনা মহামারিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় যে সকল সেবা প্রদান করছে তা নিয়ে আলোচনা, (ঘ) করোনাকালে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কোন কোন দেশকে কী কী সাহায্য করেছে বা কী সাহায্য পেয়েছে তা নিয়ে আলোচনা; (ঙ) বাংলাদেশি দু’টি মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত দুইজন রাষ্ট্রদূতের কর্মপরিকল্পনা উপস্থাপন ও (চ) বিবিধ।
এই কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এই বৈঠক হবে। আর স্বল্প পরিসরে হবে।