করোনা; ২৪ ঘন্টায় প্রাণ হারাল আরও ১৬ জন, আক্রান্ত ৯৩০

করোনা; ২৪ ঘন্টায় প্রাণ হারাল আরও ১৬ জন, আক্রান্ত ৯৩০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৯৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৯৫ জনে। এসময়ে আরো ১৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে।

শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ৬ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে সর্বাধিক পরিমাণ ৬ হাজার ৭৮২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৬৭ হাজার ২৯২টি। তিনি জানান, গতকাল শুক্রবার থাকায় ঢাকার বেশ কিছু ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। গতকাল ঢাকার ২০টির মধ্যে ১২টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ও আর ঢাকার বাইরে ২১টিসহ মোট ৩৩টি ল্যাবে।

গেল ২৪ ঘণ্টায় আরো সুস্থ হয়েছে আরো ২৩৫ জন। এ নিয়ে মোট ৪১১৭ জন সুস্থ হলেন।

মারা যাওয়া ১৬ জনের সবাই পুরুষ বলে জানান নাসিমা সুলতানা। এদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রংপুর বিভাগের রয়েছেন দুজন। তাদের বয়স বিশ্লেষণে তিনি বলেন, মারা যাওয়াদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন একজন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর কথা ঘোষণা করে সরকার। এরপর ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অফিস, আদালত, গণপরিবহন বন্ধসহ মানুষের চলাচল একেবারে সীমিত পর্যায়ে নামিয়ে আনা হয়। করোনা মোকাবেলায় বাংলাদেশের তিনটি বিভাগ পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। এর বাইরে ৪৯টি জেলা ও ৩৯৮টি উপজেলায় আলাদা আলাদাভাবে লকডাউন কার্যকর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *