কাকরাইল মসজিদে মাওলানা সাদ

কাকরাইল মসজিদে মাওলানা সাদ

পাথেয় রিপোর্ট ● কাকরাইল মসজিদে পৌঁছেছেন ভারতের তাবলিগ জামাতের মুরব্বি সা’দ কান্ধলভি। বুধবার বিকাল সাড়ে তিনটায় তাকে পুলিশ প্রহরায় বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নেওয়া হয়েছে। আসন্ন ইজতেমায় অংশ নেওয়ার জন্য তিনি ঢাকায় এলেও তাকে ওই অনুষ্ঠানে অংশ নিতে বাধা দিতে আন্দোলনে নেমেছে কওমিপন্থী ও তাবলীগ জামাতের একাংশের কর্মীরা।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাওলানা সা’দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ চলায় তিনি বিমানবন্দর থেকে বের হতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘মাওলানা সাদ বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন। বিশেষ নিরাপত্তায় পুলিশ প্রহরায় তাকে কাকরাইলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।’

রমনা পুলিশের ডিসি জানান, বিকাল সাড়ে ৩টার পর মাওলানা সাদ এসে পৌঁছেছেন। কাকরাইল মসজিদের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন করা রয়েছে। তবে সা’দবিরোধী হিসেবে পরিচিত তাবলীগের কর্মী প্রকৌশলী মাহফুজুল হান্নান বলেন, ‘মাওলানা সা’দকে ইজতেমায় না অংশগ্রহণের শর্তে কাকরাইল মসজিদে আনা হচ্ছে। তাকে এখানেই রাখা হবে।’

বিমানবন্দরে রয়েছেন সা’দ পক্ষের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম। বিকাল সাড়ে ৩টায় তিনি বলেন, ‘মাওলানা সা’দ কাকরাইলে যাচ্ছেন। পুলিশের সহায়তায় তিনি যাচ্ছেন। সেখানেই তিনি অবস্থান করবেন।’ মাওলানা সা’দ ইজতেমায় অংশ নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি অংশ নেবেন কিনা আলেমদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার বিষয়ে আলেমদের যে বক্তব্য তা আমরা শুনবো, এরপর দেখা যাবে তিনি ইজতেমায় অংশগ্রহণ করেন কিনা।’

বিমানবন্দরে থাকা বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী বলেন, ‘আমরা তো বিমানবন্দরে আছি। আমাদের দাবি তাকে ফেরত পাঠানো হোক। আমাদের একটাই কথা। আর উনাকে কাকরাইলে নেওয়া হবে, সেটা আমরা জানি না।’
এদিকে, মাওলানা সা’দকে যখন কাকরাইলের দিকে আনা হচ্ছে, তখনও বিক্ষোভ চলছে বিমানবন্দরসহ টঙ্গীর বিভিন্ন এলাকায়।

তাবলিগকর্মী রুমি জানান, বিমানবন্দর থেকে ইজতেমা মাঠে যাওয়ার সবগুলো রাস্তায় প্রতিবাদ করছেন কওমীপন্থীরা। বুধবার সকালে বেফাকের সামনে বিক্ষোভ করেছেন সিনিয়র কওমি আলেমরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা জানান, মাওলানা সা’দ বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন। বিশেষ নিরাপত্তায় পুলিশের প্রহরায় কাকরাইলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *