কাকে ভোট দিয়েছেন মাওলানা সাইফী!

কাকে ভোট দিয়েছেন মাওলানা সাইফী!

পাথেয় রিপোর্ট : ‌‌”আল্লাহ ও তাঁর রাসূলের দুশমন মওদুদী ও জামায়াতের বিরুদ্ধে যাদেরকে ভোট দিলে তাদের হৃদয়ে চোট লাগবে তাদেরকেই আমি ভোট দিয়েছি” একাদশ জাতীয় সংসদে নির্বাচনে রোববার(৩০ ডিসেম্বর) ভোট প্রদানের পর পাথেয় টোয়েন্টিফোরকে এভাবেই নিজের অনুভূতি জানিয়েছেন মাওলানা দেলোয়ার হুসাইন সাইফী।

পাথেয়কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‌আমার সারা জীবনের সংগ্রাম, সাধনাই হলো খোদাদ্রাহী জামায়াতীদের বিরুদ্ধে। বাংলাদেশের ইতিহাসে যারা একটি কালো অধ্যায়। বাংলাদেশের মুসলমানরা বিশ্বাস করে এই মওদুদি গোষ্ঠী ক্ষমতায় গেলে নবী ও সাহাবীদের অবমাননা হবে, ইসলাম ও মুসলমানের ক্ষতি হবে। তাই ভোটের মত এই পবিত্র আমানত কখেনাই তাদের পক্ষে যাবার নয়। আমি আজ সকালেই ভোট কেন্দ্রে গিয়েছি এবং শান্তিপূর্ণ পরিবেশে আল্লাহ ও নবী-রাসূলের দুশমনদের বিরুদ্ধে গিয়ে যাদের ভােট দিলে এই খোদ্রাদোহীরা আঘাত পাবে এবং দ্বীন ও ইসলামের উপকার হবে তাদেরকেই ভোট দিয়েছি।

দিনাজপুর -১ আসনের ভোটার মাওলানা আইয়ূব আনসারি বলেন, আমার একটি ভোট যদি ইসলামের দুশমন জামায়াতের নিশ্চিহ্নকরণে কাজে আসে তবে তাই তো করা উচিৎ। মুসলিম মাত্রই প্রত্যেকের এবং আমিও তাই করেছি। জামায়াতের আখড়াখ্যাত এই আসনে এবার জামায়াত কর্মীদের কোন তৎপরতাই দেখা যায়নি। এ অঞ্চলের মানুষ এখন বুঝে গেছে এরা কোনকালেই বাংলাদেশে ধর্মের উপকারে আসবে না। তাছাড়া ধর্মীয় দৃষ্টিকােণ থেকে দেখলেও আমরা এই দল ও যারা এই দলটিকে আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের সমর্থন করতে পারি না। তাই আমি আমার ভোটটি তাদের বিপক্ষেই দিয়েছি।

দিনাজপুরের সুপিরিচত এ আলেম আরো বলেন, জামায়াত নামক এই অপশক্তির ধ্বংস না হলে দেশের কোন সেক্টরেই শান্তি বজায় থাকবে না। একাদশ জাতীয় নির্বাচনে দিনাজপুরের জনগণ এই বিষয়টি খুব ভালেভাবেই উপলব্ধি করেছে এবং সে অনুযায়ীই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই গোষ্ঠীর সর্বত্র পরাজয়কেই দেশের জনগণের সুস্থ পরিচ্ছন্ন চেতনা বলে উল্লেখ করেন তিনি।

কিশোরঞ্জ- ৩ আসনের ভোটার মাওলানা সাঈদ নিজামীও একই কথা বলেছেন, ধর্ম ও দেশের শত্রু জামায়াতের বিরুদ্ধেই নিজের ভোটটি দিয়েছি। এ দেশের রাজনীতিতে জামায়াত কখনোই জনগণের জন্য নয়। দেশের উন্নয়ন হবে যে দলকে ভোট দিলে, ইসলাম ও মুসলমানের পক্ষে কথা বলবে যে দল তাদেরকেই আমার মূল্যবান ভোটটি প্রদান করেছি।

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে দেশ, জাতি ও ধর্মের শত্রু জামায়াতের বিরুদ্ধে এক অভূতপূর্ব জোয়ার তৈরী হয়েছে বলে আলেমগণ সন্তুষ্টি প্রকাশ ও আল্লাহ্ তা’আলার শোকর আদায় করেছেন। কারো কারো কথায় একটি দলের আলেমদের প্রতি খেদ প্রকাশ পেয়েছে। তারা বলছেন, কেবলমাত্র তথাকথিত জোটের অজুহাতে ইসলামের দুশমন জামায়াতীদের সাথে হাত মিলিয়ে তারা দেশবাসীর সামনে অত্যন্ত বাজে নজীর স্থাপন করেছেন।

ইতোমধ্যেই বিভিন্ন কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে৷ সারাদিনের ভোট উৎসবের পর দেশবাসী এখন অপেক্ষায় চূড়ান্ত ফলাফল ঘোষাণার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *