কাদির চৌধুরী বাবুল-এর আঞ্চলিক গান

কাদির চৌধুরী বাবুল-এর আঞ্চলিক গান

কাদির চৌধুরী বাবুল-এর আঞ্চলিক গান

খোয়াই নদীরে, ওহে! তোমারে শুধাই।
এই মিনতি নিও কানে, দিও না ভাসাই।।

অকাল পানি আইসা, হায়রে—-
ভরছে খোয়াইর বুক!
দোহাই তরে, মরছি ডরে, রাতের ঘুম নাই।

খোয়াই নদীরে, ওহে! তোমারে শুধাই।
এই মিনতি নিও কানে, দিও না ভাসাই।।

এপাড়-ওপাড়, দুই পাড়ে, হবিগঞ্জ শহর।
নদীর ঢালে বসত করি, বান্ধি সুখের ঘর।
মাতাল নদী, দিলে ধাওয়া, বাঁচার উপায় নাই।।

খোয়াই নদীরে, ওহে! তোমারে শুধাই।
এই মিনতি নিও কানে, দিও না ভাসাই।।

উজান পানির, গর্জন শুনি, মনে লাগে ভয়।
নদীর পাড় ভাঙলে পরে, ভাসবে লোকালয়।
ভাঙা গড়ার, খেলছে খেলা, করাঙ্গী খোয়াই।।

খোয়াই নদীরে, ওহে! তোমারে শুধাই।
এই মিনতি নিও কানে, দিও না ভাসাই।।

২১/৬/২০১৭

বালাখানা

কোন্ রঙে বানাইলি বালাখানা,
রে মনা——-
কোন রঙে বানাইলি বালাখানা।
মজবুত হাড়ের ঘরে,
পঞ্চভূত বসত করে
অনিষ্টরে লালন করে
তা-কি আছে, তোর জানা।। ঐ

জন্ম নিলে এই না ঘরে,
ষড়রিপু কু-যুক্তি করে
থাকতে দিলো না তোরে
আপন ঘরে, তুই বে-গানা।। ঐ

শিশুকালে ছিলে ভালো
যৈবনকালে একি হলো
পঞ্চডাকাত কাইড়া নিলো
তোর গৃহের সোনা-দানা।। ঐ

বাবুলে কয় যৈবনকালে
পড়লে মনা ধোকার চলে
বুঝিবে রে তুই পরকালে
সাফ না হলে, তোর বসতখানা। ঐ

০৭/০১/২০১৭

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *