কাশ্মীর ইস্যু নিয়ে সজাগ পশ্চিম বাংলার মুসলমান : সিদ্দীকুল্লাহ

কাশ্মীর ইস্যু নিয়ে সজাগ পশ্চিম বাংলার মুসলমান : সিদ্দীকুল্লাহ

কাশ্মীর ইস্যু নিয়ে সজাগ পশ্চিম বাংলার মুসলমান : সিদ্দীকুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে যে উদ্ভূত পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে তাতে পশ্চিম বাংলার মুসলমান সচেতন রয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বাংলা রাজ্য জমিয়তে উলামা হিন্দে সভাপতি ও গণগ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।

এদিকে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য মুসলিম সমাজের বিশিষ্ট গুণীজন ও কওমদরদীদের নিয়ে রাজভবনস্থিত মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর বাসভবনে সোমবার এ বৈঠকে ওঠে আসে দেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের নানা কথা। এ পরিস্থিতি থেকে মুসলমানদের উত্তরণের উপায় বের করার বিষয়ে জরুরি পরামর্শ দেন অনেকে।

বৈঠকে উপস্থিত ছিলেন, ১. মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী, ২. ক্বারী ফজলুর রহমান, ৩. জাস্টিস নূরে আলম চৌধুরী, ৪. আব্দুর রেজ্জাক মোল্লা, ৫. আহমদ হাসান ইমরান, ৬. ইদ্রিস আলী, ৭. মুফতি আব্দুস সালাম, ৮. আলমগীর সর্দার ( জমিয়তে আহলে হাদীস), ৯. ইফতেখার হোসেন (দিশা), ১০. সৈয়দ আতেফ শাহ আল কাদরী, ১১. মুন্সি আবুল কাসেম, ১২. মাওলানা ফখরুদ্দীন আব্বাসী (ফুরফুরা), ১৩. ডঃ মসিহুর রহমান (জামাআতে ইসলামী), ১৪. মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস ( জেলা ইমাম, মুর্শিদাবাদ), ১৫. ডঃ সাবাহ ইসমাঈল নদভী, ১৬. সৈয়দ তাহফীমুল ইসলাম (বাসুদেববাটী পীর), ১৭. অধ্যাপক আব্দুর রহীম ( ভূতপূর্ব অধ্যক্ষ, বঙ্গবাসী কলেজ), ১৮. মুহাম্মদ কামারুজ্জামান ( সংখ্যালঘু যুব ফেডারেশন) প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *