২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষে র্যাংকিংয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টেস্ট উন্নতি হয়েছে তামিম ইকবাল, লিটন দাস, তাইজুল ইসলামের।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেস্ট র্যাংকিং হালানাগাদের বিষয়টি জানায় আইসিসি।
তামিম ইকবাল ঢাকা টেস্টের দুই ইনিংসে করেন যথাক্রমে ৪৪ ও ৫০ রান। এতে ৩৭ থেকে ৫ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ওপেনার।
ক্যারিয়ার সেরা ৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪ নম্বরে। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ৭২ রান করেন লিটন।
বোলারের মধ্যে উন্নতি হয়েছে তাইজুল ইসলামের। ঢাকা টেস্টে ৮ উইকেট নিয়ে তিনি ২৭ থেকে ৫ ধাপ এগিয়ে এসেছেন ২২ নম্বরে।