খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন চেম্বার জজ

খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন চেম্বার জজ

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। দুর্নীতি দমন কমিশন-দুদক ও রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে চেম্বার জজ এ আদেশ দেন।

আবেদন দুটি পূর্ণাঙ্গ শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়েছেন আদালত। আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। জানা গেছে, খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদক ও রাষ্ট্রপক্ষ আবেদন করে।

সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এ মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। সে হিসাবে ৩২ দিন পর সর্বোচ্চ আদালত থেকে জামিন পান বিএনপি নেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *