খুকু আপার নকশিকাঁথা

খুকু আপার নকশিকাঁথা

খুকু আপার নকশিকাঁথা

ফারুক নওয়াজ

ঈদসংখ্যা নবারুণের প্রচ্ছদটা দারুণ ভালো;
খুকু আপার নকশিকাঁথার চিত্ররেখা মন জুড়ালো।

চিরকালের বাংলা আমার, চিরকালের প্রাণের ছবি..
জীবনানন্দ, রবি ঠাকুর যার মায়াতে হলেন কবি।

যে ছবিটা জড়িয়ে বুকে কালজয়ী এক কাব্য লিখে..
পল্লীকবি জসীম উদদীন জাতির মনে আছেন টিকে।

মাটির উঠোন, দোচালা ঘর, খড়ের পালা ঘরের পাশে..
কিষানবধুর হাতের দানা খাচ্ছে খুঁটে মুরগি-হাঁসে।

হালের গরু করছে আহার চাষির হাতের আদর পেয়ে..
গাছের ডালে দোলনা বেঁধে দুলছে সুখে গাঁয়ের মেয়ে।

দূরের মাঠে চরছে ভেড়া, মাঠের শেষে গাছের সারি..
আঁকন-বাঁকন মেঠোপথে দৃশ্য আহা কী বাহারী!
ফুলের বনে লাল-বেগুনি ফুল ফুটেছে থোকা-থোকা..
প্রজাপতির নাচন দেখে মুগ্ধচোখে তাকিয়ে খোকা।

খুকু আপার নকশিকাঁথা দেখলে প্রাণে আবেগ দোলে..
চিরকালের এমন ছবি হাজার স্মৃতির পাখনা খোলে।

সোনার ভোরে বিহংগেরা দুলিয়ে ডানা যাচ্ছে উড়ে..
এমন ছবি নিত্য ভাসে বাংলাদেশের হৃদয় জুড়ে।

খুকু আপার নকশিকাঁথায় কী মায়াবী দৃশ্য ওহো..
এই ছবিটা ঠিক মাগুরা, খুলনা, যশোর, ঝিনাইদহ!

এই ছবিটাই স্বদেশ আমার শ্যামল-সবুজ স্বপ্নে ঘেরা..
নবারুণের ঈদসংখ্যার প্রচ্ছদই তাই সবার সেরা..
২৩.০৬.২০১৯

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *