৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লকডাউনের মাঝোই শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার অনুমতি পেলেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল ) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (০৯ এপ্রিল ) থেকে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল ) পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি পালন না করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রমও যথারীতি চলবে বলে প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত রোববার থেকেই স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে সারাদেশের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে আসছেন।