গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় জে এম আই ইন্ডাষ্টিয়াল গ্যাস কারখানায় একজন দেয়াল নির্মান শ্রমিক নিহত হওয়ার অভিযোগ পাওয়াগেছে । রবিবার বিকাল ৫ টায় বাউশিয়া এলাকায় অবস্থিত উক্ত কারখানার দেয়াল নির্মান কাজে নিয়োজিত মোঃ ইলিয়াস (২০) নামে এক শ্রমিক এই দূর্ঘটনায় নিহত হয়েছে।
নিহত শ্রমিক ইলিয়াসের সহকারি মোঃ নোমান(৩০) জানান একই কারখানার ভিতর ৮ সিসি দেয়াল নির্মান কাজে নিহত ইলিয়াস মিস্ত্রী হিসেবে ,আমি তার সহকারি মিস্ত্রী হিসেবে কাজ চলাকালে পাশে কাজ করা বোল ড্রেজার মেশিন ও মিকচার মেশিনের চাপায় ইলিয়াস আহত হয়ে অজ্ঞান হয়। তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সরকারি হাসপাতালে কর্মরত ডাঃলায়লা ইয়াসমিন জানান শ্রমিক ইলিয়াসকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছে।
ধারনা করা হয় ভারি মেশিনের চাপে নিহতের বুকের হাড ভেঙ্গে গুরুতর আঘাততে মৃত হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানার এস আই মোনেয়ম জানান নিহতের লাশ হাসপাতালে আছে সংবাদ পেয়ে এসেছি। নিহত ইলিয়াসের স্বজনদের কে সংবাদ দেয়া হয়েছে। অভিভাবকের মতামত জেনে লাশের ময়না তদন্ত করার সিদ্বান্ত নেয়া হবে । অভিযুক্ত বোল ড্রেজার গাড়ি আটক রয়েছে । উর্ধতন কর্তৃপক্ষর নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।