চলেছি আলোর দিকে | ফারুক নওয়াজ
এই তো চলেছি রাতের আঁধার পেরিয়ে আলোর দিকে..
আলোর ঠিকানা খুঁজে কী পাবো না; শুধুই যাবো কি লিখে?
সেই কবে থেকে দু’চোখে দুলিয়ে স্বপ্নের মায়াছবি..
নতুন দিনের আলোর কাব্য লিখেই চলেছে কবি।
একটি ক্রৌঞ্চ বধের বেদনা হৃদয় গলালো ঠিকই..
মহাদস্যুর সাজ খুলে ফেলে কবি হলো বাল্মিকী।
তমসার কূলে ঋষি বাল্মীকি একা কোন মায়াবনে..
রামচন্দ্রের অজানা সত্য শোনালেন রামায়ণে।
সরস্বতী তীরে ঋষি বেদব্যাস আপন সাধনাবলে..
মহাভারতের কাহিনি শুনিয়ে ভাসালেন আঁখিজলে।
সেখানে মিথ্যে হেরেছে লড়াইয়ে সত্য গিয়েছে জিতে..
কবিরা চেয়েছে আঁধার পৃথিবী আলোয় ভরিয়ে দিতে।
কবিরা লেখনী হৃদয়ছাপানো ছন্দের সুধারাশি..
সেই সুধাবাণী মরমে মরমে পুষেছে জগতবাসী।
সেই কবেকার বোকা কালিদাস সত্যের দেখা পেতে..
রচে মেঘদূত মৃদু-মন্থর ছন্দ-মেখলা গেঁথে।
মেঘনাদ বধে মধুসূদনের নতুন আলোর বাণী..
আঘাত করেছে সনাতনি বোধে সেকথা আমরা জানি।
রবি ঠাকুরের অমর কাব্য গীতাঞ্জলির সুধা..
হৃদয়ে ছড়ালো সত্যের আলো মিটালো মনের ক্ষুধা।
নজরুল সেও শোনালো সত্য’– অগ্নিবীণার সুরে..
সুরে সুরে কবি আলোর কাহিনি ছড়িয়ে দিয়েছে দূরে।
সেই কবে থেকে কবিরা চলেছে আঁধারের পথ ভেঙে..
জানি না পৃথিবী সত্য-আলোয় কবে যে উঠবে রেঙে!
সিরাজগঞ্জ।।২১.০৯.২০১৯