পাথেয় ডেস্ক : সৌদি আরবের বিখ্যাত কবি হিজাব বিন নাহিদ ২৬ আগস্ট রোববার রিয়াদের এক হাসপাতালে ইন্তেকাল করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত রোববার আরবের এই প্রবীণ কবি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে পুরো মধ্যপ্রাচ্যেই নেমে এসেছে শোকের ছায়া। নিজের কন্যা ‘মুনিরা হিজাব বিন নাহিদ’ ভারাক্রান্ত হয়ে বলেন, আমাদের বাবা ‘স্রষ্টার অনুগ্রহে স্থানান্তরিত হলেন’।
পরিবারের বিশেষ এক সদস্যের সূত্রে জানা গেছে, ইবনে নাহিদ তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এ জন্য তার প্রয়োজন ছিলো সম্পূর্ণ আলাদা জীবন যাপনের। তিনি বলেন, প্রয়োজনীয় চিকিৎসার জন্য কবিকে রিয়াদ সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল।
হিজাব বিন নাহিদ (১৯৪৪-২০১৮) একজন সৌদি কবি। যিনি আরব উপদ্বীপে আল ফাসার, আল কাসিমের মধ্যে উপসাগরের সবচেয়ে বিখ্যাত কবিদের একজন।
৩৬৩ এএইচ (১৯৪৪) কবিতার দ্বারা অনু্প্রাণিত এবং সর্বশক্তিমান স্রষ্টা তাঁকে জাদুময় কণ্ঠস্বর দান করেছিলেন। তার কন্ঠে মরুভূমির কণ্ঠস্বর ছিলো, তিনি ভালোবাসতেন মরুভূমিকে। সর্বশেষ হিজরী শতাব্দীর মধ্যে তিনি জনপ্রিয় নাজদ শিল্পের অগ্রদূত ছিলেন।
ছিলেন খাঁটি গায়ক এবং একজন সুরকার। বাদাওয়ার মৌলিকতা, সভ্যতার প্রকাশন এবং নাজদের জনপ্রিয় শিল্পকেন্দ্রের সাথে একীভূত হয়ে শিল্পের বিপ্লব ঘটানোয় তাকে ‘শিল্প সাহিত্যের অগ্রদূত বলা হয়’।
১৯৮০ সালের প্রথম দিকেই শুরু হয়েছিল গান করা। এই কবি ও লেখক বিখ্যাত তার প্রেমময় আবেগের জন্য। তিনি সবসময়ই পুরনো স্ট্রিং খেলতেন এবং অভিনয়েও তার ছিলো আলাদা মনোযোগ। যাদিও ‘বাদিয়া’ সেখানকার মানুষের প্রাচীন ঐতিহ্য।
জীবদ্দশায় তার মোট ১২০টি কবিতা রেকর্ড করা হয়েছিল। যার বেশীরভাগই তার গান ও নিজস্ব সুরের অন্তর্ভুক্ত। তার সবচেয়ে সুন্দর গানগুলোর মধ্যে একটি হলো ‘কালামাক সাহাক এবং তার সবচেয়ে সুন্দর গান ‘ইয়ুয়েল মাঞ্জারেনাহ’ এর একটি গান। মনে হয় সে কবিতাটিতে তার নিজের একটি সত্য গল্প বলা হয়েছে।
গ্রন্থনা ও অনুবাদ : কাউসার মাহমুদ
সূত্র : কিংডম অব সৌদিআরব
সম্পাদনা : মাসউদুল কাদির