চার মাসে আফগানিস্তানে গৃহহীন ৯০ হাজার মানুষ

চার মাসে আফগানিস্তানে গৃহহীন ৯০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক ● চলতি বছরের শুরু থেকে চলমান সংঘাতে আফগানিস্তানে ৮৮ হাজার চার শ’ ৮১ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গত মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ বলছে, দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ২৯টি প্রদেশের এসব মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে বেশ কয়েকটি প্রদেশে সংঘর্ষ চলার কারণে সবখানেই নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং বাদাখশান প্রদেশে তুমুল যুদ্ধ চলছে। বসন্ত অভিযান ঘোষণার এক সপ্তাহের মধ্যে তালেবানরা দুটি জেলা দখলে নিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে ৩৪ হাজার আটশ’ ৮১ আফগান নাগরিক ওই অঞ্চলে বাস্তুচ্যুত হয়ে পড়েছে। দেশজুড়ে গৃহহীন হয়ে পড়া মোট জনসংখ্যার ৪০ শতাংশ ওই অঞ্চেলের।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, কুলা-ই জাল জেলায় যুদ্ধের কারণে শুধু কুন্দুজে ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কয়েক দিন আগেও কুন্দুজের খানাবাদ মহাসড়কে চরম লড়াই শুরু হয়। ২০১৬ সালে দেশটির ছয় লাখ ৬০ হাজার ছয়শ’ নাগরিক তাদের বাড়িঘর ও গ্রাম ছেড়ে পালিয়েছে। চলতি বছরে দেশে আরও সাড়ে চার লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, দেশটিতে যুদ্ধের কারণে গত বছর পাঁচ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছেন। অন্যদিকে চলতি মাসের শুরুতে জানানো হয়, গত মাসে আফগানিস্তানের নানগারহার প্রদেশে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের যৌথ অভিযানে দেশটির ইসলামিক স্টেট (আইএস) প্রধান আব্দুল হাসিব নিহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *