২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

চেলসির প্রথম উন্মুক্ত ইফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান উপলক্ষে প্রথম উন্মুক্ত ইফতারের আয়োজন করেছে চেলসি ফুটবল ক্লাব। গত ২৬ মার্চ লন্ডনের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথম এ ধরনের আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারের আগ মুহূর্তে সুমধুর সুরে শোনা যায় আজানের ধ্বনি। এরপর মাগরিবের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমরান আবু হাসান ইমাম হিসেবে নামাজ পড়ান।

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা রমজান টেন্ট প্রজেক্টের সহযোগিতায় চেলসি ফাউন্ডেশন এই উন্মুক্ত ইফতারের আয়োজন করে। রমজান মাসের সৌহার্দ্যের বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানটি শুরু হয় দাতব্য সংস্থার উপদেষ্টা বোর্ডের সদস্য দাওশান হুমজাহের বক্তৃতার মাধ্যমে। এরপর আরো বক্তব্য প্রদান করেন চেলসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড্যানিয়েল ফিংকেলস্টেইন এবং সাবেক চেলসি খেলোয়াড় পল ক্যানোভিল।

ফিংকেলস্টেইন বলেন, ‘আমরা একটি বড় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখানে বিভিন্ন প্রান্ত থেকে অনেক সমর্থক রয়েছে। আমরা চাই প্রত্যেক ভক্তকে সম্মান করতে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে চাই। এই আয়োজনের মাধ্যমে ভালোবাসা, অন্তর্ভুক্তি ও সম্প্রদায়কে ‘হ্যাঁ’ বলতে চাই এবং যারা চেলসির ভক্ত হতে চায় তাদের সবার প্রতি আমাদের ভক্তি ও ভালোবাসা। প্রিমিয়ার লিগের ক্লাব হিসেবে প্রথমবারের মতো এমন উন্মুক্ত ইফতার আয়োজনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’

রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালহা বলেন, পবিত্র রমজান মাসের মাহাত্ম্য সবার মধ্যে ছড়িয়ে দিতে ও সম্প্রীতিবোধ তৈরি করতেই এই আয়োজন করা হয়। ফুটবল মানুষকে একত্রিত করে। কিন্তু রমজান মানুষকে একত্রিত করে এবং উন্মুক্ত ইফতার অপরিচিতদের বন্ধুতে পরিণত করে।

এর আগে গত শুক্রবার লন্ডনের বিখ্যাত ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামেও রমজান টেন্ট প্রজেক্টের উদ্যোগে ই্ফতার অনুষ্ঠিত হয়। এতে চার শ’র বেশি লোক অংশগ্রহণ করে।

  • সূত্র : আরব নিউজ

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com