জঙ্গি সন্দেহে বনানীর ছয় হোটেল পুলিশের অভিযান

জঙ্গি সন্দেহে বনানীর ছয় হোটেল পুলিশের অভিযান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গি সদস্যদের গ্রেপ্তারে রাজধানীর বনানীর তিনটি হোটেল ও তিনটি মেসে অভিযান চালিয়েছে পুলিশ। তবে রাত ১২টা পর্যন্ত এসব স্থান থেকে কোনো জঙ্গি সদস্য গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ বলেন, জঙ্গিদের পাশাপাশি অন্য অপরাধীদের ধরতে বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

বনানী থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, মহাখালীর ইনসাফ আবাসিক হোটেল ও মেস ঘিরে অভিযান চালানো হয়।

তিনি বলেন, ‘কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য ছিল, নাশকতার উদ্দেশ্যে জঙ্গিরা আবাসিক হোটেলে অবস্থান করছে। এর ভিত্তিতে সন্ধ্যা থেকে হোটেলের আশপাশে নজরদারি বাড়ানো হয়। রাত ৯টার দিকে মূল অভিযান শুরু হয়।’

কাউকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযান চলছে। শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

পুলিশ জানায়, তাদের কাছে খবর ছিল, বনানীর কাকলি এলাকার আবাসিক হোটেলে জঙ্গিরা অবস্থান করছে। এমন খবর পেয়ে পুলিশ ওই এলাকার সব আবাসিক হোটেলে অভিযান চালানো শুরু করে। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এসব হোটেলে জঙ্গিরা অবস্থান করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *