জনপ্রিয় পাক কণ্ঠশিল্পী ইউসুফ মাইমুন আর নেই
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলে গেলেন জনপ্রিয় পাক কণ্ঠশিল্পী ইউসুফ মাইমুন আর নেই। পাকিস্তানের করাচিতে কণ্ঠশিল্পী ইউসুফ মাইমুন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তায় বয়স হয়েছিল ষাট বছর। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের শিল্পীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোকের হাজারও বাণী ছড়িয়ে পড়েছে। ইউটিউবেও তার ইন্তেকালে শোকসন্তপ্ত ভক্তকুলের বক্তব্য উঠে এসেছে।
তিনি ‘জিসনে মদিনা জানা করলে তাইয়ারিয়া’সহ অসংখ্য জনপ্রিয় ইসলামি সংগীতের গায়ক নন্দিত এই কণ্ঠশিল্পী ইউসুফ মাইমুন। পাকিস্তানে জন্ম নিলেও ইসলামি গানের জন্য ইউসুফ মাইমুন বিশ্বব্যাপী ইসলামি বিনোদন জগতে এক জনপ্রিয় নাম। তার মৃত্যুতে ইসলামি সংগীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ইউসুফ মাইমুন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় ভুগছিলেন। সোমবার বাদ জোহর করাচির শহিদ মিল্লাত রোডের পাহাড়ি মসজিদে অনুষ্ঠিত হবে।
ইউসুফ মাইমুন ইসলামি অঙ্গনে ‘মুঝে দরপে ফের বুলানা, জিসনে মদিনা জানা করলে তাইয়ারিয় ‘ গানসহ অনেক জনপ্রিয় ইসলামি সংগীত পরিবেশ করে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। মৃত্যুর আগেও তিনি এসব গানগুলো গেয়েছিলেন।
কণ্ঠশিল্পী ইউসুফ মাইমুন বেশ কিছু যাবৎ অসুস্থ সময় পার করছিলেন। তিনি হৃদযন্ত্র ও শ্বাকষ্টে ভুগছিলেন দীর্ঘদিন যাবৎ।গেল মাস থেকে তার অসুস্থতা আরও বেশি বৃদ্ধি পেয়েছিল। গত সপ্তাহে তার স্টোকও হয়েছিল।
কণ্ঠশিল্পী ইউসুফ মাইমুন মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে অনেকে লিখেছেন, আল্লাহ তাআলা ইসলামি সংস্কৃতির এ কণ্ঠশিল্পীকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
সূত্র : এক্সপ্রেস.পিকে