১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১৯শে মহর্রম, ১৪৪৪ হিজরি
আদিল মাহমুদ : জুমার পর বেলা ৩টা থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন। আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে পরিচালিত সামাজিক সংগঠন বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল শুক্রবার। এতে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন কর্মী সম্মেলনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ইকরা বাংলাদেশ মিলনায়তনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তৃণমূলে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই জমিয়তের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জমিয়তকর্মীদের এই সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মাওলানা মাকনুন বলেন, কোন কোন অঞ্চল থেকে কতজন করে আসছেন তা আমাদের জমিয়ত অফিসে অবহিত করে রাখলে খুবই ভালো হবে।
তারিখ :১২.০৪.২০১৯ ও ১৩.০৪.২০১৯ ঈ
রোজ : শুক্রবার বিকাল ৩ঘটিকা থেকে শনিবার বিকাল পর্যন্ত
স্হান : ইকরা বাংলাদেশ মিলনায়তন