৬ই মার্চ, ২০২১ ইং , ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সমর্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসকে ‘হিংসাত্মক চরমপন্থী দল’ বলে অ্যাখ্যায়িত করেছে পাকিস্তান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আক্রম এ কথা বলে আরএসএসকে নিষিদ্ধ করার দাবি জানান। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তাবাদী দলগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) জাতিসংঘে বক্তব্য দেন মুনির আক্রম। সে সময় তিনি আরএসএসকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি দাবি করেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরএসএস অত্যন্ত বিপজ্জনক।
মুনির আক্রম বলেন, ‘এই ধরনের হিংসাত্মক মৌলবাদী এবং চরমপন্থী সংগঠন থেকেই পাল্টা হিংসার জন্ম হয়। যা আইসিস কিংবা আল কায়দার মতো জঙ্গি সংগঠনকেই প্রশ্রয় দেয়।’
ওই প্রতিবেদনে আরও বলা হয়, মুনির তার বক্তব্যে বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি। তিনি দাবি করেন, বিজেপির ‘হিন্দুত্ববাদী আদর্শ’ ভারতের মুসলিমদের জীবনকে বিপন্ন করে তুলেছে।
আল কায়দার মতো জঙ্গি সংগঠনই কেবল নয়, শ্বেতাঙ্গ ও অন্যান্য মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে পারলেই বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদকে আটকানো যাবে বলে ভাষণে দাবি করেন মুনির।