৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

জামিনে রাষ্ট্রীয় নিরাপত্তা বিবেচনা করতে হবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামিন অযোগ্য অপরাধের মামলায় আসামিকে জামিন দেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের ক্ষমতা অনেক বিস্তৃত হলেও রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থসহ আনুষঙ্গিক আরো কিছু বিষয় বিবেচনা করতে হবে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের এক সদস্যের জামিন বাতিলের রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

২০১৭ সালে জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে নিষিদ্ধ করে সরকার। তখন এসংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘এই সংগঠনটির কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী এবং জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে।’

নিষিদ্ধ সংগঠনটির সক্রিয় সদস্য মো. মীর ইব্রাহিম ওরফে মো. ইব্রাহিম ওরফে মো. ইব্রাহিম মীরকে তিন বছর আগে গ্রেপ্তার করা হয়। গত বছর হাইকোর্ট তাঁকে জামিন দেন। সে জামিন বাতিলের রায়ে আপিল বিভাগ বলেন, ‘এ বিষয়ে (জঙ্গি কর্মকাণ্ড) রাষ্ট্র যেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে আছে, সেখানে দেখা উচিত হাইকোর্ট আসামিকে যে জামিন দিয়েছেন তা ন্যায়সংগত কি না।’

রায়ে আদালত বলেন, ‘কোনো আদালতে জামিনের আবেদন হলে প্রথমেই যে বিষয়টি বিবেচনায় নিতে হয়, তা হলো আসামিকে যে অপরাধে বিচারের মুখোমুখি করা হচ্ছে সে অপরাধটি জামিনযোগ্য কি না। অপরাধটি জামিনযোগ্য হলে ফৌজদারি কার্যবিধির ৪৯৬ ধারার অধীনে আদালত জামিন মঞ্জুর করতে পারেন। কিন্তু অপরাধটি জামিন অযোগ্য হলে জামিন দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হবে, বিবেচনায় নেওয়া উচিত।’

পর্যবেক্ষণে আদালত বলেন, ‘জামিন অযোগ্য অপরাধের আসামিদের জামিন বিবেচনার ক্ষেত্রে অপরাধের ধরন, অপরাধ কতটা গুরুতর, সাক্ষ্য-প্রমাণের উপযুক্ততা, ঘটনার পারিপার্শ্বিকতা, আসামি কতটা ঝুঁকিপূর্ণ, জনস্বার্থ, মামলার সাক্ষী ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করতে হবে।’

সর্বোচ্চ আদালত বলেন, ‘এটি সত্যি যে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুসারে জামিনের ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা অনেক বিস্তৃত। অপরাধ জামিন অযোগ্য হলেও বিভিন্ন কারণে আসামি বা অভিযুক্তকে জামিন দিতে পারেন হাইকোর্ট। তবে জামিন অযোগ্য অপরাধে আসামিকে জামিন দেওয়ার আগে এসব বিষয় বিবেচনা করাই উচিত।’

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com