জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি

জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শনিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে এ পৌঁছালে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তাকে স্বাগত জানান।

এর আগে, স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের ভিভিআইপি ফ্লাইট কিউআর-৬৩৯ যোগে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি।

এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের প্রধান ও বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ‍্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টার, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার এবং পুলিশের মহাপরিদর্শক।

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন। আগামী ১৩ নভেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *