১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১৯শে মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চেরাগআলীর বেপারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, বেপারি বাড়ির ওই গ্যাস লাইন থেকে বেশ কয়েকদিন ধরে বুদবুদ করে গ্যাস বের হচ্ছিল। তিতাসকে জানানো হলেও কেউ কর্ণপাত করেননি।
টঙ্গী দমকল বাহিনীর পরিদর্শক এসকে তুহিন জানান, সকালে গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন জ্বলে উঠে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ শুর করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ব্যাপারে টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন, খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষের লোক পাঠানো হয়েছে। এছাড়া টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে। মনে হচ্ছে পাইপ লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।