পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী আন্তদেশীয় ট্রেনের যাতায়াতের ব্যয় আবারও বাড়ছে। বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচল করা তিনটি আন্তদেশীয় ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে।
আগামী ১০ অক্টোবর থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডলারের মূল্যবৃদ্ধি ও বর্ধিত ভ্রমণ করের সঙ্গে সংগতি রেখে আন্তদেশীয় মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪,৭৯৫ টাকা। মঙ্গলবার থেকে একটি এসি সিটের জন্য ৪,৯০০ টাকা ভাড়া আদায় করবে রেল। একইভাবে ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩,৬০০ টাকা। ২০০৮ সালের পয়লা বৈশাখ ঢাকা-কলকাতা রেলপথে মৈত্রী এক্সপ্রেস নামে ট্রেন যাত্রা শুরু করে। এটিই দেশের সবচেয়ে পুরোনো ট্রেন। এই ট্রেন ঢাকা থেকে কলকাতায় যায় শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার। একই দিনগুলোতে কলকাতা থেকে ঢাকায় আসে ট্রেনটি।
এছাড়া বন্ধন এক্সপ্রেসে নামে আরেকটি ট্রেন একই রুটে চলাচল করে। এতে এসি সিটে ২,৯০০ টাকা ভাড়া আদায় করা হয়, যা ২,৯৫০ টাকায় উন্নীত হবে। ৩৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারে ২,৩০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে রবিবার ও বৃহস্পতিবার কলকাতায় যায়। একইভাবে কলকাতা থেকে রবিবার ও বৃহস্পতিবার খুলনায় আসে।
ঢাকা-শিলিগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস ট্রেনের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। এতে এসি বার্থ আসনের ভাড়া ৬,৫৭০ টাকা থেকে বাড়িয়ে ৬,৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪,২৯০ টাকা। আর ৭৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩,৮৬০ টাকা।
মিতালী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করে। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যায় সোম ও বৃহস্পতিবার। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসে রবিবার ও বুধবার।
আন্তদেশীয় সব কটি ট্রেনেই পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য ৫০% ছাড় রয়েছে। মৈত্রী ও মিতালী এক্সপ্রেস ট্রেন দুটি ঢাকার সেনানিবাস স্টেশন থেকে ছেড়ে যায়।
এর আগে গত ১ জুলাই আন্তদেশীয় ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল।