২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৮শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হঠাৎ করেই পানির নিচে তলিয়ে গেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট। সড়কের সঙ্গে ঘাটের যে সংযোগ তার প্রায় পুরোটাই পানির নিচে। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটেছে এই ঘটনা। এরপর কর্তৃপক্ষ ঘাটটি বন্ধ করে দিয়েছে। তাতে সেখানে আটকা পড়েছে শত শত গাড়ি।
দুর্ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বর্ষা মৌসুম আসার আগেই হঠাৎ বেড়ে গেছে পদ্মা ও যমুনা নদীর পানি। হয়তো এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। দ্রুতই এই পানি নেমে যাওয়ার কথা। তারপর পরিস্থিতি বিবেচনায় ঘাট খুলে দেওয়া হবে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, মধ্যরাতের পরেই ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। এটা সাময়িক সময়ের জন্য। তবে বর্তমানে দৌলতদিয়া প্রান্তে আরও তিনটি ঘাট সচল রয়েছে। এদিকে, যাত্রী ও চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ঘাটগুলোর সংস্কার না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।