ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়ালো

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়ালো

পাথেয় টুয়েন্টিফোর ডটকম: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন সাতজন। আর ঢাকার বাইরে মারা গেছেন ৯ জন। এ নিয়ে সরকারি হিসাবে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০৯ জনে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২,৮৬৫ জন। তাদের মধ্যে ৮১২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২,১৯৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০,৪৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে রয়েছেন ৩,৭৯৪ জন। ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৬,৬৭৬ জন ডেঙ্গু রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৮৭,৭২৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন এক লাখ ৭৬,৩৪৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *