ডেঙ্গু : আট দিনে মৃত্যু ৪৬, আক্রান্ত ৭৫৭৪

ডেঙ্গু : আট দিনে মৃত্যু ৪৬, আক্রান্ত ৭৫৭৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে নভেম্বর মাসের প্রথম আট দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৪৬ জন। এ সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৭৪ জন।

বুধবার (৯ নভেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৪ জনে।

এতে আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৫৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২২৯ জন।

গত আট দিনের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ১ নভেম্বর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৯৮৩ জন। এরপর ২ নভেম্বর ১০৯৪ জন, ৩ নভেম্বর ৮৮২ জন, ৪ নভেম্বর ৪২৮ জন, ৫ নভেম্বর ৭৮৮ জন, ৬ নভেম্বর ৯০৮ জন, ৭ নভেম্বর ৮৭৫ জন, ৮ নভেম্বর ৮২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এদিকে, গত ১ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৭ জন। এরপর ২ নভেম্বর ৪ জন, ৩ নভেম্বর ৯, ৪ নভেম্বর ১, ৫ নভেম্বর ৫, ৬ নভেম্বর ৩, ৭ নভেম্বর ৭, ৮ নভেম্বর ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৯ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৫৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ হাজার ২৬৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *