পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন এলাকার মসজিদগুলোতে লিফলেট বিতরণ ও করণীয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজ শেষে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই সংক্ষিপ্ত আলোচনা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এছাড়াও নামাজ শুরুর আগে মুসল্লিদের উদ্দেশ্য ইমাম বিভিন্ন বার্তা দেন। ডেঙ্গুতে নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অসুস্থদের দ্রুত সুস্থতায় দোয়া করা হয়।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে অনুযায়ী, ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে সারাদেশে ৯ জনের মৃত্যু হয়। এতে মশাবাহী রোগটিতে এ বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪৭ জনে।