২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকায় আগামী ২৭ ফেব্রুয়ারি চালু হতে যাচ্ছে আর্জেন্টিনার দূতাবাস।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
টুইটে তিনি বলেন, ব্রাসিলিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসার সঙ্গে বৈঠক করেছি। এতে ঢাকায় আনুষ্ঠানিক সফরের বিষয়টি নিশ্চিত করছি। আগামী ২৭ ফেব্রুয়ারি সেখানে যাব। ওইদিন দুই দেশের উদ্যোক্তাদের সাথে একটি ব্যবসায়িক বৈঠক হবে।
এর আগে, ২০২২ সালের ১০ ডিসেম্বর সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেছিলেন, আর্জেন্টিনা ১৯৭৮ সাল থেকে বন্ধ থাকা বাংলাদেশে দূতাবাস পুনরায় চালু করার বিষয়টি নিয়ে কাজ করবে।
মূলত কাতারে ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির দলকে বাংলাদেশ থেকে ব্যাপক সমর্থন দেওয়া হলে দূতাবাস খোলার বিষয়টি আলোচনায় আসে।
ডিসেম্বরে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন পত্র পাঠান।
জবাবে রাষ্ট্রপতি আলবার্তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফের চিঠি লেখেন।
আলবার্তো বলেন, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে বলে তিনি বিশ্বাস করেন।