পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রচণ্ড গরমে যন্ত্রণায় কাতরাচ্ছেন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বাসিন্দারা। তবে, দেশের বিভিন্ন স্থানে চলমান এই তাপদাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে জানানো হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, পাবনা, রাজশাহী, বগুড়া জেলা এবং সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুলেটিনে আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের নিম্নচাপ এলাকাটি একটি সুচিহ্নিত নিম্নচাপে ঘনীভূত হয়েছে এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।