তোমার শুভ জন্মদিনে । ফারুক নওয়াজ
বঙ্গবন্ধু-কন্যার শুভ জন্মদিনে কবিতার্ঘ
জাতির পিতার কন্যা তুমি, উচ্চে তোমার শির;
ষোড়শকোটি স্বজন নিয়ে তোমার সোনার নীড়।
পদ্মা তোমার মেঘনা তোমার, নীল সাগরের ঢেউ
সোঁদরবনের বাঘরা তোমার তাড়িয়ে বেড়ায় ফেউ।
দেশজনকের কন্যা তুমি তোমার কিসের ভয়
সূর্য তোমার আঁধার তাড়ায়, কে ঠেকাবে জয়!
সত্য তোমার সঙ্গে আছে, শিক্ষা তোমার বল
তোমার ভয়ে মিথ্যেগুলো কাঁপছে অনর্গল।
মহান পিতার যোগ্যমেয়ে ধন্য তোমার দেশ
বিশ্বজুড়ে ভাসছে তোমার কর্ম-গুণের রেশ।
ধন্যমেয়ে শেখ হাসিনা… জাতির অহংকার
সবই তোমার! জন্মদিনে কি দিই উপহার?
বনের যতো ফুলের সুবাস, পাখির যতো গান
গাছের যতো সবুজ পাতা, বাতাস অফুরান
আলোর পাখি নীলজোনাকি, নদীর কলস্বর
ঘাসের ডগার গঙ্গাফড়িঙ, হাওয়ায় ওড়া খড়
উঠোনরাঙা ভোরের আকাশ, ঝিঝির ঝিঝিসুর
দৃষ্টিজুড়ে ফসলভরা মাঠটি যতোদূর…
জন্মদিনে তোমায় দিলাম শিশির, সাদা-কাশ
আরো দিলাম ষোড়শ-কোটির নিশ্বাস ও বিশ্বাস।