দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে জামাল শেখ (৪২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছয় বছর আগে জামাল শেখ দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি ব্যবসা শুরু করেন। ১০ দিন আগে স্থানীয় সন্ত্রাসীরা তার দোকানে গিয়ে চাঁদা দাবি করে। এসময় তিনি চাঁদা দিতে অস্বীকার করলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা দোকানে এসে তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা মিল্লাত শেখ বলেন, আমার ভাতিজা জামালকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েছি। লাশ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *