২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এভাবে নির্যাতন করে ক্ষমতায় থাকা যাবে না। দমন-নিপীড়ন করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না।”
শুক্রবার (২৭ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) “ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার” প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।
মির্জা ফখরুল আরও বলেন, “নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনে দিতে হবে। অন্যথায় বিএনপি নির্বাচনে যাবে না।”
সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতাকর্মীরা যোগ দেন।
“ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার” তীব্র নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানান।
বক্তারা বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে তারা আন্দোলন করে সরকারকে সরাবে এবং জনগণের ভোটাধিকার উদ্ধার করবে।