২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
সিলেটের কানাইঘাটের ঐতিহ্যবাহী দারুল উলূম কানাইঘাট মাদরাসার বার্ষিক মাহফিলে আসছেন জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সভাপতি, জানেশীনে ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
রোববার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দারুল উলূম কানাইঘাট মাদরাসা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহফিল ইন্তেজাম কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ শাকির ও দারুল উলূম কানাইঘাটের শিক্ষক মাওলানা আসাদ বলেন, ‘আগামী ২৩ ফেব্রুয়ারি বুধবার দারুল উলূম কানাইঘাট মাদরাসার বার্ষিক মাহফিলে শুভাগমন করবেন বিশ্বখ্যাত ইসলামি রাজনীতিবিদ মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
এদিকে মুসলিমতারুণ্যের প্রতীক মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীর সফর প্রসঙ্গে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দিন মাকনুন জানান, ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ৩টায় এক সংক্ষিপ্ত সফরে তিনি বাংলাদেশে আগমন করবেন। সেদিন জামিআ ইকরা ও তেজগাঁও রেলগেট মাদরাসার অনুষ্ঠানে যোগ দিয়ে পরদিন ২৩ ফেব্রুয়ারী সকালে সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদরাসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মাওলানা মাহমুদ মাদানী। সেদিন রাতেই ঢাকা ফিরে পরদিন ২৪ ফেব্রুয়ারী দিল্লি ফিরে যাবেন প্রভাবশালী এই বিশ্বনেতা।
দারুল উলূম কানাইঘাটের এ মাহফিলে আরও অংশগ্রহণ করবেন, শায়খুল হাদিস মাওলানা রশিদুর রহমান ফারুক বরুণা,শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরি,শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি,শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী চিল্লা,শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ি,মুফতি ইউসুফ শ্যামপুরি,শায়খুল হাদিস মাওলানা আবদুল মতিন ঢাকা,মাওলানা নজরুল ইসলাম কাসেমি ঢাকা,শায়খুল হাদিস মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরি,শায়খুল হাদিস আমানুল হক ঢাকা প্রমুখ।
উল্লেখ্য, সিলেটের কানাইঘাট পৌরসভাধীন সুরমা নদীতীরে অবস্থিত অখণ্ডপাকিস্তাকালীন পার্লামেন্টারিয়ান শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরি (রহ.) এর পুণ্যস্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট দেশের একটি শীর্ষ কওমি প্রতিষ্ঠান। শতবর্ষী প্রাচীন এ প্রতিষ্ঠান ১৯১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে আজঅবধি দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। জন্ম দিয়েছে দেশখ্যাত শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভুপুরি, শায়খুল হাদিস শফিকুল হক সুরাইঘাটিদের মত শতাধিক মুহাদ্দিসিনে কেরাম। প্রতিবছরের ন্যায় এবারও বৃহৎ আয়োজনের মধ্য দিয়ে আগামী বুধবার (২৩ ফেব্রুয়ারি) মাদরাসাটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।