পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুবাইয়ের আবু সাকারায় একটি সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মহিন উদ্দিন (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। পরিবার সুত্রে জানা যায়, রবিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১২টায় তার মৃত্যু হয়।
মহিন উদ্দিন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্বপুর (উত্তর) ইউনিয়নের আহমদপুর গ্রামের শফিউল্লাহর ছেলে। তিনি আবুধাবিতে থাকতেন। জানা যায়, মহিন চার মাস আগে ছুটিতে এসে বিয়ে করে দ্বিতীয় বার দুবাই গিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দা মীর হোসেন জানান, মহিনরা তিন ভাই ও চার বোন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।