পাথেয় রিপোর্ট : দুর্নীতি, মাদকাসক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, দেশের আলেম উলামা দুর্নীতির বিরুদ্ধে, মাদকাসক্তির বিরুদ্ধে, সন্ত্রাস ও জঙ্গিবাদের ঐক্যবদ্ধ হলে দেশে শান্তি ফিরে আসবে। তিনি বলেন, তাবলীগ ইসুতে আমাদের পজেটিভ হতে হবে। সাধারণ মানুষ আর আলেমউলমাার মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না।
তাবলীগের দুইপক্ষের সাথীদের সবহালতে পজেটিভ থাকার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আপনারা নিজেদের মধ্যকার দ্বন্দ্ব উসকে দেবেন না। মাওলানা সাদকে, মাওলানা আহমদ লাটকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আপনারা কার বিরুদ্ধে কথা বলছেন? দ্বন্দ্ব বাড়ে এমন কথা বন্ধ করতে হবে। বিরুদ্ধাচারণ নয় ভালোবাসা ছড়িয়ে দিন।
বিজ্ঞান যত সত্যের দিকে অগ্রসর হবে ইসলামকে তার অস্বীকার করার কোন উপায় থাকবে না উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, ইসলাম হলো মূল সত্য! হক! বিজ্ঞান যদি সত্যে পৌঁছুতে পারে তাহলে সে ইসলামের কাছে পৌঁছা ছাড়া কোন উপায় নেই। বিজ্ঞান বিভ্রান্তি সৃষ্টি করে এতক্ষণ, যতক্ষণ পর্যন্ত সে মূল সত্যে পৌঁছতে না পারে।
১৯ সেপ্টেম্বর ২০১৯ বুধবার সকালে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে আলেম উলামার পরামর্শ সভায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
আল্লামা মাসঊদ বলেন, মানুষের আওয়াজ কখনোই নিশ্চিহ্ন হয় না। বিজ্ঞান বলে পৃথিবীতে আদম আ. থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত আওয়াজ যত শব্দ উচ্চারিত হয়েছে পৃথিবীতে সবকিছু বাতাসের মাঝে জমা আছে। একটা শব্দ ও বিনষ্ট হয়ে যায়নি। এই কথা আম্বিয়া কেরাম আ. বলছেন তখন বিজ্ঞান অস্বীকার করতো। এখন বিজ্ঞানীরা নিজেরাই বলছে। এখন তারা যথেষ্ট চেষ্টা করছে ওই শব্দগুলোকে বাতাস থেকে আবিষ্কার করার জন্য।
আল্লামা মাসঊদ বলেন, যদি বিজ্ঞানীরা কথাগুলো বাতাস থেকে আবিস্কার করতে পারে তাহলে আমাদের জন্যে খুব আনন্দের বিষয় হবে। আমাদের জীবনে পারলে আমাদের জন্যে আনন্দ পরে পারলেও আনন্দ। যদি তারা আবিষ্কার করতে পারে তাহলে আমরা পেয়ারে হাবীব পেয়ারে নবী হযরত মুহাম্মদ সা. এর কন্ঠস্বর সরাসরি শুনতে পারবো। হযরত মূসা আ. এর কন্ঠস্বর শুনতে পারবো। আম্বিয়া কেরাম এর কন্ স্বর শুনতে পারবো। আবু বকর, উমর, উসমান, আলী রা. ও হাজার হাজার সাহাবীর কন্ঠস্বর শুনতে পারবো।