পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডলার-সংকটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবারও ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে।
এর আগে, ৭ মে বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) কাছে ১.৮১ বিলিয়ন ডলার মূল্যের আমদানি ব্যয় পরিশোধ করায় রিজার্ভ কমে ২৯.৭৭ বিলিয়ন ডলার হয়।
যদিও দুই দিন পর, বিশ্বব্যাংকের দেওয়া ঋণের ফলে রিজার্ভের পরিমাণ বেড়ে ৩০.৩৬ বিলিয়ন ডলার হয়।
বহুপাক্ষিক ঋণদাতা সরকারকে ৫০৭ মিলিয়ন ডলার দেয়। এতে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন খাত চাপ থেকে কিছুটা শ্বাস ফেলার জায়গা পায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বুধবার, রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৯৭ বিলিয়ন ডলার।
এক বছর আগে একই দিনে এটি ছিল ৪২.২৯ বিলিয়ন ডলার, যার অর্থ গত এক বছরে রিজার্ভ প্রায় ৩০% কমেছে।
বাংলাদেশে, প্রত্যাশার চেয়ে কম রপ্তানি আয় ও রেমিটেন্সের বিপরীতে উচ্চ আমদানির কারণে রিজার্ভ কয়েক মাস ধরে চাপের মধ্যে রয়েছে।