৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

দ্বিতীয় পর্বের ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

ফাইল ছবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের দ্বিতীয় পর্বের ইজতেমায় এ পর্যন্ত ছয় মুসল্লির মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার (২১ জানুয়ারি) রাতে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

আবু তাহেরের বাড়ি কিশোরগঞ্জে। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রোববার (২২ জানুয়ারি) ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ও শুক্রবার (২০ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে পাঁচ মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন- ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান, গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান, সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম, গাইবান্ধার শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল ও বরগুনার আব্দুল আলী রানার ছেলে মফিজুল ইসলাম।

গত ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। তা আখেরি মোনাজাতে শেষ হচ্ছে আজ।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com