‘দ্য পিস’ দেশের প্রথম ইসলামিক ওয়েব সিরিজ

‘দ্য পিস’ দেশের প্রথম ইসলামিক ওয়েব সিরিজ

পাথেয় ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হলো ইসলামিক ওয়েব সিরিজ নাম ‘দ্য পিস’। চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন ‘দ্য পিস’ শিরোনামের  নামের ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ।

রমজান মাস উপলক্ষে সিনেস্পটের ব্যানারে অনলাইনে মুক্তি পেল ‘দ্য পিস’ শিরোনামের  নামের ওয়েব সিরিজ।

নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে এর আগে আমাদের দেশে কোনও ওয়েব সিরিজ নির্মাণ হয়নি। ইসলাম এবং আধুনিক জীবনের গল্প অবলম্বনে নির্মাণ করেছি এটি। সকল বয়সী দর্শকদের আশা করি ভালো লাগবে। যার মাধ্যমে ইসলামের আলো ছড়াবে দর্শক মনে, সেটাই প্রত্যাশা করছি।’

‘দ্য পিস’ শিরোনামের ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন বিশিষ্ট খ্যাতিমান শিল্পী রাইসুল ইসলাম আসাদ, ইমতু রাতিশ, তুরিন ইসলাম, মৌ, সাহেদ আলী, মাসুম বাশার, মিলিসহ আরও অনেকে।

নির্মাতা জানান, ১০ পর্বের এই ওয়েব সিরিজটি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং সাইট সিনেস্পট অ্যাপ-এ।

https://youtu.be/3_d8uzgL-w8

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *