দ্রোহাগ্নির রোজনামচা | পরীক্ষিৎ চৌধূরী

দ্রোহাগ্নির রোজনামচা | পরীক্ষিৎ চৌধূরী

দ্রোহাগ্নির রোজনামচা | পরীক্ষিৎ চৌধূরী

(একটি সনেট প্রয়াস)

ফাগুন সেদিন উৎকন্ঠায় বিবর্ণ

কুয়াশার পিছুটানে। দ্বিধার বিকেলে

পাখিরা হেলা করে নীড়ের আবাহন,

অধীর-অস্থির সময়ের করোটিতে

ওড়ে সন্দিগ্ধ-স্বপ্ন, ধূসর। শস্যদানা

খোঁজে অসমাপ্ত জীবনীর সম্পূর্ণতা  ।

অত:পর পৌনে চারে ছিঁড়ে যায় ওই

স্তব্ধতা, ‘ভাইয়েরা আমার’ বজ্রবাণে।

অমনি সরে গেল শতাব্দীর শ্যাওলা,

নদে এল বান। তর্জনীর রুদ্রতালে

বাতাসে ফুলকি ওড়ে উনিশ মিনিট।

অযুত ঢক্কানিনাদে রেণু’র স্ফুলিঙ্গ

দ্রোহাগ্নি-ছোঁয়া শপথ লিখে বদ্বীপের

রোজনামচায়। সাত তিন একাত্তুরে।

 

০৫.০৩.২০২০

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *