ধর্ম নিয়ে কটূক্তি; দর্জির ৭ বছরের কারাদণ্ড

ধর্ম নিয়ে কটূক্তি; দর্জির ৭ বছরের কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পিরোজপুরে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় এক দর্জির সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেনের আদালত এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাভোগের আদেশ দেন আদালত। দণ্ডিত আসামির নাম সুজন দে।

এর আগে সকালে সুজন দে-কে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি সুজন দের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি দর্জি দোকানের কর্মচারী। ২০১৭ সালের ২০ মে তিনি ফেসবুক আইডিতে হজরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন, যা ধর্মানুভূতিতে আঘাত হানে।

ওই ঘটনায় রাঙ্গামাটি জেলার লংগদু থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন সেলিম মামলাটি করেন। ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলায় বিচার চলাকালে বিভিন্ন সময়ে সাতজন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *