মতামত | আবদুস সালাম
ধর্ম বেচলেই পবিত্র হয় নেতার পতিতালয়-কার্যালয়
:: আমি সবসময় বলি, রাজনীতির পোক্ত হাতিয়ার হিসেবে ধর্মের মত বিকানো জিনিস আর কিছু হয় না। কায়দা মতো ধর্ম বেচতে পারলে নেতার পতিতালয় থেকে কার্যালয় সবকিছুই সুরক্ষিত ও পাক পবিত্র থাকে।
মসজিদকে মন্দিরে বানিয়ে ফেলা আর ‘চার্চ’কে মসজিদে রূপ দেওয়া ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যাবহার করার দুটি উদাহরণ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। দুটোকে ঘিরেই রয়েছে ক্ষমতার প্রয়োগ এবং দুটোর ফলাফলই গদি টেকানোর সুকৌশল।
রাম মন্দির কাণ্ড আর আয়া সোফিয়া কাহিনী রাজনৈতিক ও জাতীয়তাবাদ রক্ষার বিবেচনায় আমার কাছে একই রকম ঠেকেছে। দুটো কাজই এর্দুগান আর মোদির আগামী দিনের ক্ষমতা ধরে রাখতে ধুন্ধুমার ভূমিকা রাখবে।
আর হ্যাঁ, বাবরি মসজিদকে গায়ের জোড়ে মন্দির বানানো হয়েছে বলে ইসলামের জাত মারা যায়নি আবার চার্চ বা জাদুঘরকে মসজিদ বানানো হয়েছে বলেও ইসলামকে উদ্ধার করা হয়ে যায়নি। লাভ যা হয়েছে এর্দুগান আর তার রাজনৈতিক পার্টির হয়েছে। সুতরাং এসব নিয়ে এতো গা করে লাভ নেই।
লেখক : কওমী মাদরাসার শিক্ষক
লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে নেয়া। এর জন্য সম্পাদক দায়ী নয়