নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নওগাঁয় তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর ইমামদের আমবয়ানের মাধ্যমে শহরের বাইপাস সড়ক-সংলগ্ন বোয়ালিয়া মাঠে ইজতেমা শুরু হয়। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

আয়োজকেরা জানান, নওগাঁ জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে প্রায় এক লাখ মুসল্লি ইজতেমা মাঠে শামিয়ানার নিচে অবস্থান নিয়েছেন। মুসল্লির সংখ্যা দুই লাখ ছাড়াতে পারে বলে মনে করছেন আয়োজকেরা।

ইজতেমা শুরুর দিনে ইজতেমা মাঠে আজ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ইজতেমা মাঠে জুমার নামাজে ইমামতি করেন ঢাকা থেকে আসা ইমাম মাওলানা মহিউদ্দিন আহমেদ।

এদিকে নওগাঁ অঞ্চলের এ ইজতেমা ঘিরে পুরো এলাকা ও আশপাশের এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছেন। পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা ইজতেমা মাঠের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এ ছাড়া ইজতেমা সফল করতে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করছেন।

ইজতেমা মাঠে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মুসল্লিদের জন্য শৌচাগার, পানির পাম্প ও ট্যাংক স্থাপন করে অস্থায়ী গোসলখানা বানানো হয়েছে। মাঠে রাতে আলোর জন্য বিপুল পরিমাণ বৈদ্যুতিক বাতির ব্যবস্থা রয়েছে। নওগাঁ পৌরসভা ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ যৌথভাবে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে।

নওগাঁ পৌরসভা মেয়র নজমুল হক ওরফে সনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ, সুন্দর ও স্বতঃস্ফূর্তভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভা থেকে ইজতেমার ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সকাল-বিকেল দুটি ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মুসল্লিদের রাস্তায় চলাচলের জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইজতেমা সবার জীবনে কল্যাণ বয়ে আনবে এবং মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ দূর করে পৃথিবীতে শান্তির অমিয়ধারা প্রবাহিত করবে, এটাই সবার প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *