নবীর শিক্ষা | জগলুল হায়দার
রোজায় আমার ইফতারিটার ইয়া বড় লিস্টি
ছোলা মুড়ি হালিম চিকেন জিলাপি আর মিষ্টি।
টিক্কা কাবাব তেহেরি আর ফলফলারি কত্ত
পাক্কা আধাঘন্টা থাকি ইফতারিতে মত্ত।
কিন্ত এদের ইফতারিতে নেই সে যোগার-যন্ত
বিশাল ভোজের জন্য তারা হয় না হন্তদন্ত।
হবেই বা কেন? এদের তো স্রেফ আছেই কয়েক মুষ্টি
সারাদিনের রোজার শেষে তাতেই খুঁজে পুষ্টি।
তাতেই তাদের যথেষ্ট হয় নবীর যেমন খোর্মা
তাদেরও সেই সামান্যতেই, নেই তো পোলাও কোর্মা।
কিন্তু তারই অপেক্ষাতে চোখমুখে কি ফুর্তি
ইফতার তো নয় রে ভায়া আচ্ছা উদর পুর্তি।
সারাদিনের রোজার শেষে বলছি কথা পষ্ট
রাতের অতিভোজন রোজার মর্ম করে নষ্ট।
খাবো তবে পরিমিত, এটাই নবীর শিক্ষা
পানের চেয়ে বেশি নেবো, নবীর দানের দীক্ষা।