নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে আহত ১২

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে আহত ১২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর মনোহরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন আহত হওয়ার খবর জানা গেছে। রোববার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মনোহরদী উপজেলার নারান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির একটি বাস যাত্রীসহ দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভেলানগর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়। বাসটি মনোহরদী-কটিয়াদী আঞ্চলিক সড়ক ধরে নারান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মনোহরদী পরিবহন ও বিআরটিসি বাসের চালকসহ ১২ জন আহত হয়। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান বলেন, কিভাবে কি ঘটল, কোন বাসের দোষ ছিল তা বলতে পারছি না।এগুলো খুঁজে বের করতে সময় লাগবে। বাস দুটি এখনও ঘটনাস্থলে। এগুলো রাস্তা থেকে সরানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *