নরসিংদীর নিলুফা ভিলা থেকে দুই নারী ‘জঙ্গির’ আত্মসমর্পণ

নরসিংদীর নিলুফা ভিলা থেকে দুই নারী ‘জঙ্গির’ আত্মসমর্পণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানা নিলুফা ভিলায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী ইউনিটের অভিযানে নিলুফা ভিলায় থাকা সন্দেহভাজন দুই নারী জঙ্গি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক মাস জেল খেটে, বেরিয়ে এসে পুনরায় তাঁরা আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

আজ ১৭ অক্টোবর বুধবার বেলা পৌনে ৩টার দিকে ওই দুই নারীকে আইনশৃঙ্খলা বাহিনী একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছে।

আত্মসমর্পণ করা ওই নারী দু’জন হলেন খাদেজা আখতার মেঘনা ও ইশরাত জাহান মৌ।

তাঁদের জিজ্ঞাসাবাদ করলে গতকাল ১৬ অক্টোবর পৃথক ঘটনায় নিহত জঙ্গীদের সাথে সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের কাছ থেকে নিহত দুজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আকলিমা আকতার মনি ও আবু আবদুল্লাহ আল বাঙ্গালী।

সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, নিহত আবু আবদুল্লাহ আল বাঙ্গালী হলেন নব্য জেমএবির মিডিয়া শাখার প্রধান। আকলিমা আকতার মনি এবং আজ বুধবার আত্মসমর্পণ করা মেঘনা ও মৌ বান্ধবী।

ওই তিন নারী সম্পর্কে র‍্যাবের একটি সূত্র জানিয়েছে, ২০১৬ সালে ১৬ আগস্ট র‍্যার-৪ রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করেছিল। র‍্যাবের হাতে সম্প্রতি তাঁদের আরেক বান্ধবীও গ্রেপ্তার হয়েছেন। তিনি হলেন শাহনাজ আকতার ওরফে সাদিকা। তাঁকে ৩০ সেপ্টেম্বর রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এই চারজনের মধ্যে গতকাল সোয়াটের অভিযানে আকলিমা আকতার মনি মারা গেছেন। তারা চারজনই মানারত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। মামলায় তাঁরা কয়েক মাস জেল খাটার পর বেরিয়ে এসে আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

আত্মসমর্পণ করা খাদেজা আখতার মেঘনা ও ইশরাত জাহান মৌ সম্পর্কে জানা যায়, তারা উভয়ে ২০১৬ সালের হলি আর্টিজান মামলার আসামি।

বুধবার বেলা পৌনে তিনটার দিকে তাদের আত্মসমর্পণের পর সিটিটিসির প্রধান মনিরুল বলেন, আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির কাছে কিছু বিস্ফোরক দ্রব্য ছিল। পুলিশকে লক্ষ্য করে তাঁরা বিস্ফোরণও ঘটিয়েছিলেন। কিন্তু তাঁদের আত্মসমর্পণ করানো গেছে। এখন বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে। এর আগে বেলা দেড়টার দিকে ওই ভবনের বারান্দা থেকে দুজন নারীকে সাদা কাপড় বের করে নাড়তে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *