রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে অফিসে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার সহকারী রুপম চাকমা (৩৫) আহত হয়েছেন। হত্যাকা-ের জন্য পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করা হচ্ছে।
রাঙামাটি প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে শক্তিমান চাকমা তার সরকারি বাসভবন থেকে স্থানীয় বাজারে যান। বাজার থেকে মোটরসাইকেলে উপজেলা পরিষদের সামনে আসেন। মোটরসাইকেল থেকে নামতেই গুলি করা হয় তাকে। ঘটনাস্থলেই মারা যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা। এ সময় তার সহকারী গুলিতে আহত হন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে শক্তিমান চাকমার লাশ উদ্ধার করে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) সহ-সম্পাদক প্রশান্ত চাকমা জানান, সকালে শক্তিমান চাকমা অফিসে যাওয়ার পথে ইউপিডিএফের লোকজন মোটরসাইকেলে এসে ব্রাশফায়ার করে। এ সময় তার সহকারী রুপম চাকমা আহত হয়েছেন। এ ঘটনায় তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন।
তবে ইউপিডিএফের মুখপাত্র নিরন চাকমা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার সঙ্গে ইউপিডিএফের কোনও সম্পৃক্ততা নেই।
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবীর প্রাথমিকভাবে শক্তিমান চাকমাকে গুলি করে হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।