নিজেকে নোবেল পাওয়ার যোগ্য ভাবেন না ইমরান খান

নিজেকে নোবেল পাওয়ার যোগ্য ভাবেন না ইমরান খান

আমি নোবেল পাওয়ার যোগ্য নই: ইমরান খান

নিজেকে নোবেল পাওয়ার যোগ্য ভাবেন না ইমরান খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিজেকে নোবেল পাওয়ার যোগ্য ভাবেন না ইমরান খান। তিনি মনে করেন যিনি কাশ্মীর সমস্যা ও সঙ্কটের উত্তরণ করতে পারবেন তাকেই নোবেল দেওয়া হোক। এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। এর যোগ্য সেই ব্যক্তি, যিনি কাশ্মীরি জনগণের ইচ্ছার ভিত্তিতে কাশ্মীর বিতর্কের সমাধান এবং উপমহাদেশের শান্তি ও মানব উন্নয়নের পথ সৃষ্টি করতে পারবেন।

ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য জিকির শুরু করেছে পাকিস্তানিরা। দেশটির পার্লামেন্ট থেকেও এমন দাবি উত্থাপন করা হয়েছে। এমন দাবি ওঠার পর নিজেকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য নয় বলে জানিয়েছেন ইমরান খান।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পিএসআরএফ এর গাড়ি বহরে বোমা হামলায় ৪০ জন নিহত হয়। এর দায় নেয় স্বাধীন কাশ্মীরের দাবিতে আন্দোলন করা সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। তবে ওই সংগঠনকে সহযোগিতা করার জন্য হামলার দায় সরাসরি পাকিস্তানের ওপর চাপায় ভারত।

পুলওয়ামা হামলার জবাব হিসেবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বোমা হামলা করে ভারত। এরপরই দুই দেশে পাল্টাপাল্টি বিমান হামলায় জড়িয়ে পড়ে দুই দেশ। এসময় ভারতের দুটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। যার একটি পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী।

পাইলট আট হওয়ার পর পাল্টে যায় ভারতের পরিস্থিতি। যুদ্ধের পরিবর্তে পাইলটকে ফেরানোর বিষয়ে ঝড় তুলতে থাকে ভারতীয়রা। এমন অবস্থায় ভারত কীভাবে পাইলটকে ফেরত পাবে তার পথ খুঁজতে ব্যস্ত হওয়ার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে শর্ত-বিহীন মুক্তি দেয়ার ঘোষণা দেন। আটকের ৫০ ঘণ্টা পর পাকিস্তান ভারতীয় পাইলটকে মুক্তি দিয়ে ব্যাপক প্রশংসিত হন ইমরান। এ নিয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তোলে পাকিস্তানিরা।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছে। এই দাবি তুলেছেন পাকিস্তানের সরকারদলীয় রাজনীতিবিদরা। তাদের অভিমত, ভারত এ পাকিস্তানের মধ্যে ‘উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার’ স্বীকৃতি স্বরূপ ইমরানকে এই পুরস্কার দেওয়া উচিত।

ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জোরালো করতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব জমা দিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। আজ সোমবার এ প্রস্তাবের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ন্যাশনাল অ্যাসেম্বলিতে জমা দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছেন ইমরান খান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ও তালেবানের মধ্যে চলমান শান্তি আলোচনাতেও ইমরানের ভূমিকা রয়েছে। তাই তার নোবেল পুরস্কার পাওয়া উচিত।

সূত্র : খালিজ টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *