নির্বাচন নিয়ে জনমনে সংশয় দূর করতে হবে : মাওলানা ইউনুছ

নির্বাচন নিয়ে জনমনে সংশয় দূর করতে হবে : মাওলানা ইউনুছ

পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয় দূর করার দায়িত্ব প্রধান নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক হিসেবে বার বার পরিচয় দিচ্ছে। সিটি নির্বাচনে কমিশন পূর্বের অবস্থা থেকে ফিরে না আসতে পারলে নির্বাচনের নামে জাতির সাথে প্রহসনের কোন প্রয়োজন নেই। তিনি বলেন, ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়ার সম্ভাবনা নেই। এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। এবারের সিটি নির্বাচনও সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে সরকার ইতিহাসের আস্তাঁকুড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি বলেন, বিগত নির্বাচনের মত ভোট ডাকাতি ও আগের রাতে ভোট ডাকাতির ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা এখনো দেশবাসি পায়নি। কাজেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করার তা নির্বাচন কমিশনকে করতে হবে। জনমনে নির্বাচন নিয়ে যে সংশয় তা দূর করতে না পারলে জনগণ আর ক্ষমা করবে না।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহাননগর দক্ষিণের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, শ্রমিকনেতা আলহাজ্ব আব্দুর রহমান ও হাফেজ ছিদ্দিকুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

ঘোষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন : ২২ নং ওয়ার্ড মোঃ তাইফুর রহমান, ১৪ ওয়ার্ড মোঃআব্দুর রশিদ, ৫০ নং ওয়ার্ড মোঃ শাহজাহান কবির, ৪৭ নং ওয়ার্ড মোঃ আব্দুল করিম, ৫২ নং ওয়ার্ড আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, ৫৩ নং মোঃ ইমানউদ্দিন, ৫৯ নং ওয়ার্ড মোঃ মাছুম আহম্মদ, ৬০ নং ওয়ার্ড মোঃ মাহবুব হোসেন মামুন, ৬১ নং ওয়ার্ড মোঃ আব্দুস সাত্তার, ৬৪নং ওয়ার্ড মোঃ মিজানুর রহমান, ৬৫ নং ওয়ার্ড নূর এ আলম নকীব, ৬৬ নং ওয়ার্ড ওয়াদুদ মিয়া, ৭০নং ওয়ার্ড জাহাঙ্গীর খান, ৬২ নং ওয়ার্ড ডা. নূর মোহাম্মদ শাহ মুন্না, ৫১নং ওয়ার্ড রায়হান আহমদ, ৫৯ নং ওয়ার্ড মোঃ শাহেদ হোসেন, ৪৮নং ওয়ার্ড সৈয়দ মোঃ সিদ্দিুকর রহমান, ৪৫ নং ওয়ার্ড আলহাজ্ব ফারুক হোসেন, ৪৬ নং ওয়ার্ড মোঃ উজ্জ্বল, ৬৩ নং ওয়ার্ড হাজী মোঃ ইসমাঈল হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *