পকেটে কার্ড রেখেও করা যাবে লেনদেন : বাংলাদেশ ব্যাংক

পকেটে কার্ড রেখেও করা যাবে লেনদেন : বাংলাদেশ ব্যাংক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক ডেবিট কার্ড পকেটে রেখে লেনদেন করার অনুমতি দিয়েছে। এখন থেকে সব ধরনের কার্ডে নেয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি প্রযুক্তিতে স্পর্শবিহীন লেনদেন সেবা চালু করতে পারবে দেশে কর্মরত ব্যাংকগুলো।

এই সেবা চালু করার ব্যাপারে অনুমোদন দেওয়ার বিষয়টি এক প্রজ্ঞাপনে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ। অবশ্য এত দিন এই সেবার সুযোগ ছিল ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। এই অনুমতির ফলে এখন থেকে ডেবিট কার্ডধারীরাও এই সেবা নিতে পারবেন।

প্রসঙ্গত, যেসব কার্ডে এনএফসি প্রযুক্তি রয়েছে, সেগুলোর মাধ্যমে ৪ সেন্টিমিটার দূরে কার্ড রেখেই লেনদেন করা যায়। অথচ এতে পিন ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা হয়। এই সেবা চালু হওয়ার ফলে এখন আর লেনদেন করার জন্য কার্ড কারো হাতে নেওয়া কিংবা পয়েন্ট অব সেলসে দিতে হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে ডেবিট কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৬৬৮টি। অপরদিকে, ১৮ লাখ ৮৮ হাজার ৯২৩টি ছিল ক্রেডিট কার্ড। একই সঙ্গে প্রিপেইড কার্ডের সংখ্যা ছিল ১১ লাখ ৯৮ হাজার ৪৫২টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *