পদত্যাগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাথেয় রিপোর্ট : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পদত্যাগ করেছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ইনস্টাগ্রামে পদত্যাগের কথা জানান তিনি।

ইনস্টাগ্রামের পোস্টে জাওয়াদ লিখেন, হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মবার্ষিকী এবং নারী দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সেইসঙ্গে গত ৬৭ মাস ধরে দায়িত্ব পালনের সময় সরকার ও জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরো লিখেছেন, (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব চালিয়ে যেতে না পারা এবং এতদিন দায়িত্ব পালনের সময় যেসব ভুলত্রুটি হয়েছে সেজন্য আমি সবার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। তবে ঠিক কি কারণে পদত্যাগ করছেন তার নির্দিষ্ট কোন ব্যাখ্যা দেননি।

মোহাম্মাদ জাওয়াদ জারিফের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করেন।

সূত্র: বিবিসি, পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *